স্বামীর কাছ থেকে তালাক না নিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে চিত্র নায়িকা মাহীর বিরুদ্ধে প্রতারণার মামলা হতে যাচ্ছে।
মামলা করবে মাহীর প্রথম স্বামী শাওনের পরিবার।
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একজন নারী একটি বিয়ে করতে পারেন। দ্বিতীয় বিয়ে করার আগে আগের স্বামীর সঙ্গে সম্পর্ক আইনগতভাবে বিচ্ছিন্ন করতে হয়। মাহি এটা করেননি।
শাওনের চাচা জানান, আমরা অবশ্যই আইনগত দিক বিবেচনা করে মাহীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করব। প্রতারণার মামলা হবে বলে শাওনের আইনজীবী বিল্লাল হোসেনও জানিয়েছেন।
এদিকে উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে শাওনের বিরুদ্ধে দায়ের করা মাহীর মামলার তদন্তভার দ্রুত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শাখায় হস্তান্তর ও আগ বাড়িয়ে তদন্ত শুরু নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের পদস্থ কর্মকর্তারাই এ প্রশ্ন তুলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন অতিরিক্ত কমিশনার বলেন, গত ফেব্রুয়ারি মাসে ডিএমপিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের যাত্রা শুরু হয়। এই ইউনিটটির কাজ হল দুর্ধর্ষ জঙ্গি ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের প্রতিরোধ করা এবং জঙ্গি সংশ্লিষ্ট গবেষণা করা। এই ইউনিটটিতে চৌকস অফিসাররা যোগ দিয়েছেন। এরপর চিত্র নায়িকা মাহীর দায়ের করা মামলার তদন্তভার কেন এই ইউনিটকে দেয়া হল বুঝতে পারছি না।