অন্যান্য বড় বাজেটের ছবিগুলির সঙ্গে মোকাবিলা করতে চাননি পরিচালক রাকেশ রোশন। তাই চলতি বছর ডিসেম্বরে ‘কাবিল’ মুক্তির কথা থাকলেও ‘বেফিকরে’ ছবির মুক্তি হবে শুনে সেই দিন পিছিয়ে দেন তিনি।
সিদ্ধান্ত নিয়েছিলেন, আগামী বছর জানুয়ারি মাসের ২৬ তারিখ মুক্তি পাবে ‘কাবিল’।
কিন্তু আবারও বাঁধা। শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘রইস’ও আগামী বছর ২৬ জানুয়ারিই রিলিজ হবে জানানো হয়। আবারও ছবি মুক্তির দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয় টিম ‘কাবিল’-এর পক্ষ থেকে। ঠিক হয় ২৬ জানুয়ারি নয়, ২৫ জানুয়ারি সন্ধ্যায় মুক্তি পাবে হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’।
কিন্তু আবার খেলা ঘুরিয়ে দিল ‘রইস’। বুধবার মুক্তি পেল বলি বাদশা শাহরুখ খান ও পাক সুন্দরী মাহিরা খানের হাইভোল্টেজ ছবি ‘রইস’-এর ট্রেলার। আর সেখানেই ফলাও করে বলে দেওয়া হয়েছে, ২৬ নয়, ২৫ জানুয়ারিই মুক্তি পাচ্ছে ছবি।
আর এই ঘটনাতেই বেজায় চটেছেন সিনিয়র রোশন। ছবি মুক্তি নিয়ে নোংরা খেলা চলছে বলেও মন্তব্য করেন তিনি৷ বিবৃতিতে তিনি বলেন, “আমি পুরনো দিনের পরিচালক৷ ছবি মুক্তি নিয়ে ইচ্ছাকৃত অশান্তি তৈরি করতে ইচ্ছুক নই৷ তাই ‘কাবিল’ ছবির মুক্তির দিন বার বার পরিবর্তন করেছি৷ ‘কৃষ ৪’ মুক্তির কথা ছিল ২০১৮-র বড়দিনে৷ কিন্তু শাহরুখের ছবি মুক্তি পাবে শুনে সেই দিনও বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ কিন্তু এতকিছুর পরেও ‘রইস’ ‘কাবিল’-কে রীতিমতো ধাওয়া করছে৷”
আর এরই তীব্র নিন্দা করেছেন পরিচালক রাকেশ রোশন৷ বলাই বাহুল্য সিনিয়র রোশনের এই মন্তব্যে বলিপাড়ার এই কোন্দল প্রকাশ্যে চলে এল।