টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে মার্কিন নগরীতে খুঁটি গেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অস্কার মঞ্চ, পিপল চয়েজ অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোবে নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়ে হলিউড সিনেমায় অভিনয় করে বসেছেন প্রিয়াঙ্কা। শিগগিরই বড়পর্দায় আসছেন ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে। ছবিতে ভিলেন ভিক্টোরিয়া লিডস রুপে প্রিয়াঙ্কাকে দেখবে বিশ্ববাসী।
হলিউড ছবি ‘বেওয়াচ’-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তাতে নাকি একটুও খারাপ লাগেনি তার। বরং, খলচরিত্রে অভিনয় করে বেশ মজা পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে একথা জানিয়েছেন স্বয়ং প্রিয়াঙ্কা। টুইটারে অভিনেতা ডোয়াইন জনসন, জ্যাক অ্যাফ্রন, আলেকজান্দারা ডাডারিও, কেলি রোরবাখ ও জন বেজের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি।
Advertisements