দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক মহেশ বাবু ও আল্লু অর্জুন দ্বন্দ্বে জড়াতে যাচ্ছেন। তাদের পরবর্তী সিনেমা মুক্তি নিয়ে এই দ্বন্দ্ব শুরু হয়েছে বলে ভারতীয় পত্রিকা ডেকান ক্রনিকলে খবর প্রকাশ।
খবরে বলা হয়, মহেশ অভিনীত ‘ভারত আনে নেনু’ সিনেমাটি ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পাবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
অন্যদিকে আল্লু অর্জুন অভিনীত ‘না পেরু সুরিয়া’ সিনেমাটি একইদিন মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। আর এ নিয়ে বেশ সরগরম তেলেগু ইন্ডাস্ট্রি। শুরু হয়েছে মহেশ-আল্লুর দ্বন্দ্ব নিয়ে কানাঘুষা।
একই দিন এই দুই তারকার সিনেমা মুক্তির বলে বক্স অফিসেও যে বড় ধরনের যুদ্ধ শুরু হবে সেটাও অনুমেয়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই যুদ্ধে কে জয়ী হন।
Advertisements