Tag Archives: bahubali 2

বাহুবলী ২ এর শেষ অংশ প্রথমে চালিয়ে দিল সিনেমা হল!

এই দিনটার জন্য দুই বছর ধরে অপেক্ষা করেছেন মানুষ। মনে প্রশ্ন একটাই। বাহুবলীকে কেন মারলেন কাটাপ্পা? কিন্তু এই প্রশ্নের উত্তর যখন পেতে চলেছেন ঠিক তখনই গোলমাল হয়ে গেল সব কিছু। সিনেমা রিলিজের আগেই অগ্রিম বুকিং করে টিকিট কেটেছিলেন তাঁরা। কিন্তু সিনেমা হলে গিয়ে নাকের বদলে জুটল নরুন। প্রথম সপ্তাহেই বাহুবলী ২ দেখার জন্য নাইট শোতে বুক করেছিলেন টিকিট। কিন্তু হল কর্তৃপক্ষের ভুলে উৎসাহটাই মাঠে মারা গেল। প্রথম অংশের বদলে চালিয়ে দেওয়া হলো দ্বিতীয় অংশ। আর মাঝখান থেকেই সিনেমা দেখতে বাধ্য হলেন দর্শকরা। পরে ভুল বুঝতে পারায় ফের প্রথম থেকে সিনেমা চালানোর সিদ্ধান্ত নেন হল কর্তৃপক্ষ। তবে ততক্ষণে সমস্ত উৎসাহে ভাটা পড়েছে।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এরিনা মলের পিভিআর সিনেমা হলে। শুক্রবার পূর্ণ প্রেক্ষাগৃহে নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিল বাহুবলী ২ : দ্য কনক্লুশন। দর্শকরাও প্রবল আগ্রহে সিনেমা দেখতে শুরু করেন। কিন্তু তাঁরা বুঝতেও পারেননি যা চলছে তা আসলে সিনেমার শেষাংশ। ছবির এক্কেবারে শেষে, ক্লাইম্যাক্সে পৌঁছে তাঁদের ভুল ভাঙে। টনক নড়ে হল কর্তৃপক্ষেরও। এরপরই হলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন দর্শকরা। দর্শকদের দাবি মেনে আবার প্রথম থেকে ছবি দেখানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ততক্ষণে হল কর্তৃপক্ষকে তুলোধনা করে টুইটারে একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা।

Advertisements

প্রথম লুকেই চমকে দিল ‘বাহুবালী ২’

মুক্তি পেয়েছে বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘বাহুবালী’র সিক্যুয়াল ‘বাহুবালী ২: দ্য কনক্লুশন’র মোশন পোস্টার।

সুপার ডুপার হিট ‘বাহুবলী’র সিক্যুয়াল এই ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৮ এপ্রিল।

কিন্তু ছবি মুক্তির প্রায় ছয় মাস আগে থেকেই ছবি নিয়ে যে রকম উদ্দীপনা শুরু হয়েছে তাতে দর্শকদের মতে ফের আরও একবার ‘বাহুবলী টাইম’ শুরু হয়ে গিয়েছে।

শনিবার মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালের (মামি) মঞ্চে ছবির পরিচালক এস এস রাজামৌলি এই পোস্টার প্রকাশ করেছেন।

পোস্টারে বিধ্বস্ত চেহারায় পেশীবহুল প্রভাস। ডান হাতে খোলা তলোয়ার, বাম হাতে মোটা শিকল জড়ানো। ঝড়, বৃষ্টি, বজ্রপাত ভেদ করে নিকষ কালো ব্যাকগ্রাউন্ড থেকে বেড়িয়ে আসছেন স্বয়ং বাহুবালী।